×

জাতীয়

বিজিবি হাসপাতালে সেবা পাবেন সবাই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৭, ০৩:২৩ পিএম

ঠাকুরগাঁও বিজিবি হাসপাতাল জেলার সর্ব সাধারণের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে রংপুর অঞ্চলের ব্রিগেডিয়ার একে এম সাইফুল আলম হাসপাতালে সর্ব সাধারণের সেবার কার্যক্রম উদ্বোধন করেন। বিগ্রেডিয়ার সাইফুল আলম জানান, ধনী-গরিব নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সব চেয়ে কম মূল্যে সেবা দিতে চায় ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতাল৷ এ ছাড়া হাসপাতালটি উন্নত অবকাঠামো, প্রযুক্তিগত উৎকর্ষতা, বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনশক্তির মাধ্যমে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সদা প্রস্তুত৷ বর্ডার গার্ড হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে বর্তমানে মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটিস, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি অ্যান্ড অবস, চক্ষু, নাক, কান ও গলা, ডেন্টাল, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি, অর্থোপেডিক্স ও নেফ্রোলজি বিভাগ সমূহে চিকিৎসকেরা নিয়মিত চিকিৎসা সেবা দেবেন ৷ তা ছাড়া আধুনিক ও উন্নত প্যাথলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্কিন, ইসিজিসহ ডায়াগনস্টিক সেবাও চালু রয়েছে। ইতোমধ্যে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ফিজিওথেরাপিসহ অন্য সব বিভাগ চালু রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ পেলেই কাঙ্খিত সেবা পাবে আশপাশের কয়েক জেলার মানুষ। সমাজ সেবক মামুনুর রশিদ জানান, উত্তরের অবহেলিত জেলা ঠাকুরগাঁও। এই জেলার মানুষগুলো একমাত্র ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ওপর নির্ভরশীল। এই হাসপাতালে প্রয়োজনীয় জিনিসপত্র, চিকিৎসকসহ নানা রকম সমস্যার সঠিক চিকিৎসা পায় না রোগীরা৷ একটু কিছু হলেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা৷ বর্ডার গার্ড হাসপাতাল সবার জন্য উন্মুক্ত করায় আর রংপুর কিংবা ঢাকা যেতে হবে না রোগীদের৷ এতে করে অর্থ ও সময় সব দুটোই বাঁচবে৷ এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল লিয়াকত আলী, বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মোকতার হোসেন, ডা. ইহসানুল ইসলাম ইহ্সান, শিশু বিশেষজ্ঞ ড. শাহিন আক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App