×

আন্তর্জাতিক

পাঁচ মিনিটের টর্নেডোতে তছনছ জাভা শহর!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৭, ০৯:২৭ পিএম

মারাত্মক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাভাতে এই টর্নেডো হয়। কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন এই টর্নেডোর কবলে পড়ে। ৬০০টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহারা হয়েছে বহু মানুষ। মৃত্যুর আশঙ্কা রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবারের এই প্রাকৃতিক দুর্যোগে শহরের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকি ভেঙে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি। মাত্র পাঁচ মিনিটের বিধ্বংসী ঝড়ে রীতিমত লণ্ডভণ্ড গোটা শহর। পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে এই টর্নেডো আঘাত হানে। স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবিরও। ঝড়ে ভেঙে পড়া বাড়ি বা কোনও এলাকাতে কোনও মানুষ আটকে রয়েছে কিনা তা জানতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন বাহিনীকে। সেই মতো চলছে অভিযান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App