×

খেলা

দুঃখ প্রকাশ করে পদত্যাগ করলেন নিউজিল্যান্ড কোচ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৭, ০৮:১৭ পিএম

নিউজিল্যান্ডে ক্রিকেটের চেয়েও জনপ্রিয় খেলা রাগবি। ফুটবল নিয়েও মাতামাতি একেবারে কম নয়।

আসন্ন রাশিয়া বিশ্বকাপের চুড়ান্ত পর্বে উঠতে পারেনি কিউইরা। এ কারণেই পদত্যাগ করেছেন নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ এন্থনি হাডসন। আজ বৃহস্পতিবার অল হোয়াইটসদের ব্যর্থতার দায় নিয়ে হতাশা ব্যক্ত করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

বাছাইপর্বের প্লে অফ ম্যাচের শেষ যুদ্ধে পেরুর কাছে ২-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। গত সপ্তাহে লিমায় অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচে হেরে যায় তারা। এই পরাজয়ে প্লে অফের ২ ম্যাচে ০-২ গোলে পিছিয়ে থেকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয় অল হোয়াইটরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৬ বছর বয়সি এই ইংলিশ কোচ হাডসন বলেন, 'আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে চাচ্ছি না। টানা ৩ বছর এই দায়িত্ব পালন করেছি আমি। দলকে রাশিয়া বিশ্বকাপে পৌঁছে দিতে না পেরে আমি দুঃখিত।

আশা করি নতুন কোচের অধীনে আরও সামনে এগিয়ে যাবে দল।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App