×

বিনোদন

সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সাত চলচ্চিত্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ০১:০১ পিএম

গতকাল মঙ্গলবার থেকে শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুরু হয়েছে ‘সার্ক চলচ্চিত্র উৎসব’। সার্কভুক্ত আটটি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে এই উৎসব। আটটি দেশ থেকে এ উৎসবে মোট ২৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে বাংলাদেশের সাতটি চলচ্চিত্র থাকছে। এগুলো হলো- তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’, মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’, জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’, সাইফ সুমনের ‘বিবেক’, আবু সাইয়ীদের ‘বিশম্ভর বাবুর দায়’, ‘জননী’ ও আশিকুর রহমানের ‘সারাংশে তুমি’। ‘সারাংশে তুমি’ বাংলাদেশের প্রথম মিউজিক্যাল ফিল্ম। জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এর গাওয়া গান নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ৮টি গান নিয়ে সাজানো হয়েছে চলচ্চিত্রটি। এতে ফুটিয়ে তোলা হয়েছে প্রেম-বিরহের চিরন্তন কিছু মুহূর্ত। গানের মাঝে কিছু সংলাপ দিয়ে তৈরী করা হয়েছে গল্পের সেতু বন্ধন। প্রায় ৪৫ মিনিট ব্যাপ্তির এ চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন, গাজী মাজহারুল আনোয়ার। চলচ্চিত্রটির প্রধান চরিত্র রূপায়ন করেছেন এক জীবন খ্যাত জনপ্রিয় মডেল অভিনেতা অন্তু করিম। তার বিপরীতে অভিনয় করেছেন রাহা তানহা খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App