×

জাতীয়

মতলবে ১২ দিন পর অপহৃত ছাত্রী উদ্ধার অপহরণকারী আটক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ০৭:৪০ পিএম

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া হাজি মঈনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আলো আক্তারকে ৮ নভেম্বর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। পরে ছাত্রীর মা-পারুল বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় ২১ নভেম্বর চরমাছুয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ফারুক হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা মামলায় চরমাছুয়া গ্রামের মোশারফ ছৈয়ালের ছেলে মো. ফারুক, এবাদ উল্যাহ ছৈয়ালের ছেলে মোশারফ ছৈয়াল, মোশারফ হোসেন ছৈয়ালের স্ত্রী-ফাতেমা বেগম, এবাদ উল্যাহ ছৈয়ালের ছেলে মো. আক্রাম, রহিম আলীকে বিবাদী করা হয়। এরই পরিপ্রেক্ষিতে অপহরণকারী ফারুকের মা-ফাতেমা বেগমকে আটক করে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় অপহৃতা আলোকেও উদ্ধার করে পুলিশ। তবে অপহরণকারী ফারুক এখনো পলাতক রয়েছে। আজ বুধবার আটককৃতকে আদালতে পাঠানো হয়। অপহৃতা ছাত্রী আলো বিচারকের আদালতে হাজির হয়ে জবানবন্দি পেশ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা কামাল বলেন, স্কুলছাত্রী অপহরণের অভিযোগ পাওয়ার পর অপহৃতাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অপহরণের মূল হোতা ফারুকের মা ফাতেমা বেগমকে আটক করার পর অপহৃতা আলো বেগমকে উদ্ধার করতে সক্ষম হই। আটককৃত ফাতেমা বেগম ও অপহৃতা আলো আক্তারকে আদালতে পাঠানো হয়েছে। মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক কামাল বলেন, অপহরণের সংবাদ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অপহৃতা আলো আক্তারকে উদ্ধার করা হয়েছে। *শহিদুল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App