×

আন্তর্জাতিক

বাংলাদেশের জনগণের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছি: পোপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ১১:৩৯ এএম

রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছি। এক ভিডিওবার্তায় তিনি বলেন, বাংলাদেশের মানুষকে যিশুর পুনর্মিলন, ক্ষমা ও শান্তির বাণী শোনানোর অপেক্ষায় আছি। মঙ্গলবার ভ্যাটিকান রেডিওর ওয়েবসাইটে পোপের ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়। বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে আমি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা জানাতে চাই। আমি অপেক্ষায় আছি সেই সময়ের, যখন আমরা মিলিত হব।’ বাংলাদেশ সফরের আগে শুভেচ্ছা জানিয়ে দেওয়া ওই ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস। বাংলাদেশ সফরে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উপাসনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। বাংলাদেশের কার্ডিনাল, আর্চবিশপ ও বিশপদের সাক্ষাৎ দেবেন পোপ ফ্রান্সিস। তাছাড়া একটি নাগরিক সমাবেশেও অংশগ্রহণ করার কথা রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App