×

অর্থনীতি

পুঁজিবাজারের ৮ প্রতিষ্ঠানকে সম্মাননা দিবে এলটিইউ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৭, ১২:২৩ পিএম

সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্স কার্ড পেয়েছে এমন ১০টি শিল্প প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-আয়কর শাখা থেকে আজ (মঙ্গলবার) সন্মাননা দেওয়া হবে। দেশের বড় বড় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা এলটিইউ-এর অধীনে কর পরিশোধ করে থাকে। এদের মধ্যের ৮টি প্রতিষ্ঠান পুঁজিবাজারের তালিকাভুক্ত। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ভেভেলপমেন্ট কম্পানি লিমিটেড, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কম্পানি। এর মধ্যে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্যতিত অন্যান্য কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত। জানা যায, এলটিইউর সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন এলটিইউ কর কমিশনার মো. আলমগীর হোসেন। গত ৮ নভেম্বর এনবিআর আয়োজিত অনুষ্ঠানে সেরা কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এসব প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App