×

বিনোদন

৬৫ বছর পর ছোটবেলার বাড়িতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ১১:৩৯ এএম

বাবা-মায়ের সঙ্গে ছোটবেলা যে বাড়িতে কেটেছিল, ৬৫ বছর পর সেই বাড়ি খুঁজে পেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। আর কান্নায় ভেঙে পড়েন তিনি। কারণ এর আগে বেশ কয়েকবার খোঁজার চেষ্টা করেও বাড়িটি পাননি। দিলারা জামানকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছেন লেখক সাদাত হোসাইন। এতে অভিনেত্রীর ছোটবেলা থেকে এই বেলা পর্যন্ত সামগ্রিক বিষয় তুলে ধরা হবে। তারই অংশ হিসেবে সপ্তাহখানেক আগে যশোরের ষষ্ঠীতলা গিয়েছিলেন ১৯৪৭ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দিলারা জামানের স্মৃতিচারণ ধারণ করতে। যশোরে গিয়ে নিজের ছোটবেলার সেই হারানো বাড়ি না খুঁজে পেয়েই চলে আসছিলেন দিলারা জামান। কিন্তু হঠাৎ তুষার নামে একজন তাকে সেই বাড়ি খুঁজে দিলেন। বাবার চাকরির সুবাধে সেই বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন দিলারা জামান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তুষার সাহেবের কাছ থেকে ছোটবেলার হারানো সেই স্মৃতিবিজড়িত বাড়ি খুঁজে পেয়ে মনে হয়েছিল কোনো দেবদূত এসে আমাকে সেই বাড়ি খুঁজে দিলেন। কারণ ছোট্টবেলার কত স্মৃতি যে জড়িত এই বাড়ি তা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারব না। কত কিছু যে মনে পড়েছে আমার।’ দিলারা জামান জানান, যশোরে থাকালীন তিনি ক্লাস ওয়ান-টু মোমেন গার্ডেন স্কুলে এবং থ্রি-ফোর পড়েছেন গুরু ট্রেনিং স্কুলে। দুটি প্রতিষ্ঠানেরই নাম পরিবর্তন হয়েছে। শিগগিরই দিলারা জামান চট্টগ্রামে যাবেন এ তথ্যচিত্রের কাজে। সেখানে তিনি ‘অরিন্দম’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে দিলারা জামান বর্তমানে কায়সার আহমেদের নির্দেশনায় ‘মহাগুরু’, শামীম জামানের ‘সবজান্তা শমসের’, মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’ ধারাবাহিকে নিয়মিত কাজ করছেন। এছাড়া ২৯ ডিসেম্বর মুক্তি প্রতিক্ষীত ‘হালদা’র বিশেষ চরিত্রে দেখা যাবে দিলারা জামানকে। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App