×

জাতীয়

রংপুরে সহিংসতা: ৫ আসামি রিমান্ডে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ০৬:১৯ পিএম

রংপুরে ফেসবুকে ধর্মীয় অবমাননার স্ট্যাটাস দেয়ার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাংচুর ও বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ৫ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার কোতোয়ালি আমলি আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে আদালতের বিচারক তারিখ হোসেন আসামি মাওলানা সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান ও আমিনুল ইসলামের ৪দিন করে এবং রশিদুল ইসলাম ও আবদুল আলীমের ১দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই ফেরদৌস আহমেদ জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ড আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, ফেসবুকে ধর্মীয় কটুক্তির ঘটনাকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর রংপুরে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও সংঘবদ্ধ দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক যুবক নিহতসহ আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনায় গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App