×

জাতীয়

পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ০৩:৪২ পিএম

নদীতে নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া ড্রেজিংয়ের কারণে ঘাটে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছে। এর ফলে আজ সোমবার দুপুরের পর থেকে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাকসহ সাড়ে তিন শতাধিক যানবাহন। ফলে চলম দুর্ভোগে পরেছে যাত্রীরা। এ ব্যাপারে বিআইডাব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নদীতে নাব্যতা সংকটের কারণে এ নৌ-রুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া ঘাটের কাছে নাব্যতা ফিরিয়ে আনার জন্য ড্রেজিং করার কারণে ফেরি ভিড়তে সময় লাগছে। এ কারণে দুপুরের পর থেকে যাত্রীবাহী কোচের চাপ থাকার কারণে পণ্যবাহী ট্রাক সীমিত আকারে পার করে যাত্রীবাহী বাস অগ্রধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।  এতে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাকসহ সাড়ে তিন শতাধিক যানবাহন। তিনি আরো জানান, এ নৌ-রুটে ছোট-বড় ১৭টি ফেরি মধ্য ১৫টি চলাচল করছে। বাকি ২টি ফেরি মেরামতে রয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App