×

খেলা

ঢাকার মাঠে নেমে ক্যারিয়া সেরা বোলিং পাকিস্তানি হাসান আলীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ০৬:১৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে ২১তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানী পেসার হাসান আলী। যা বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং।

বিপিএলের সেরা বোলিং পাকিস্তানের মোহাম্মদ সামির। ২০১২ সালের আসরে ৩ দশমিক ২ ওভারে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে খেলতে নামা সামি। আর দ্বিতীয় সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপারের। ২০১৫ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশাল বুলসের হয়ে ৪ ওভারে ১৫ রানে ৫ উইকেট নেন কুপার।

বিপিএলের ইতিহাসে তৃতীয় বোলিং ফিগার হলেও, নিজের টি-২০ ক্যারিয়ারের সেরা নৈপুন্যই দেখিয়েছেন ডান হাতি পেসার ২৩ বছর বয়সী হাসান। ৪৪ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে হাসানের আগের সেরা বোলিং ফিগার ছিলো ১১ রানে ৪ উইকেট। বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App