×

খেলা

একদিনে দুই ড্র

Icon

মাসউদ

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ১০:২৩ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়েছে। দিনের অপর ম্যাচেও মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে রহমতগঞ্জ। [caption id="attachment_14307" align="aligncenter" width="820"] সাইফের আক্রমণ প্রতিহত করার চেষ্টায় আরামবাগ[/caption] দিন শেষে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং। নবম স্থানে থাকা আরামবাগের পয়েন্ট ১১। এদিকে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে রহমতগঞ্জ। সমান ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান একাদশে। [caption id="attachment_14302" align="aligncenter" width="770"] রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসের আক্রমনে যাবার মুহুর্ত[/caption] সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নামা সাইফ স্পোর্টিং ক্লাব বিরতির আগে ও পরে রক্ষণভাগের দুর্বলতায় ভুগছিল। নিজেদের আক্রমণভাগ খুব একটা পাত্তা পায়নি। তবে প্রথমার্ধের ২১ মিনিটে সাইফের ইংলিশ ফরোয়ার্ড চার্লস এডওয়ার্ড উইলিয়ামের দুর্বল হেড সহজেই ফেরান আরামবাগের গোলরক্ষক। ৩৫ মিনিটে আরামবাগের সোহেল রানা গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনেটে আরামবাগের আরো একটি সুযোগ নষ্ট করে দেন সাইফের গোলরক্ষক। এদিকে ৮০ মিনিটে উইলিয়ামের চেষ্টা ব্যর্থ হলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। [caption id="attachment_14304" align="aligncenter" width="816"] রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধার মধ্যকার খেলার একটি বিশেষ মুহুর্ত[/caption] দিনের অপর ম্যাচে প্রথমার্ধের ৪৪ মিনিটে ওলাদিপোর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিসে। এ গোলের মাত্র চার মিনিট পরেই ব্যবধান কমান ইউগোচুকু। খেলার শেষ মিনিটে মুক্তিযোদ্ধা স্পোর্টিংয়ের হয়ে মোহাম্মদ রাসেল গোল করলে ২-২ ব্যবধানে ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করল দুদল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App