×

খেলা

বিপিএলে জয় পেল শেখ জামাল-ব্রাদার্স

Icon

মাসউদ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৭, ১০:২৫ পিএম

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়েছে শেখ জামাল। ২০১৫ সালের লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের চলতি লিগে টানা তৃতীয় জয় এটি। দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেলেকে। নাইজেরিয়ান হেড কোচ জোসেফ আফুসি পদত্যাগের পর সদ্য তাজিকিস্তান ফেরত বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৯ দলের কোচ মাহবুব হোসের রক্সির অধীনে প্রথম খেলতে নামা শেখ জামাল ধানমন্ডি ক্লাব জয়ের ধারা অব্যাহত রেখেছে। এ নিয়ে লিগের দুই পর্বে বিজেএমসির ওপর আধিপত্য বজায় রাখল দলটি। প্রথম পর্বের ম্যাচে দ্বিতীয়ার্র্ধ্বে করা মোহাম্মদ নুরুল আবসারের একমাত্র গোলে জিতেছিল শেখ জামাল। [caption id="attachment_14031" align="aligncenter" width="830"] শেখ জামাল ও বিজেএমসির মধ্যে বল দখলের লড়াই[/caption] দিনের প্রথম ম্যাচে গোলশূন্য প্রথমার্র্ধ্বে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও তেমন আক্রমণ শানাতে পারেনি আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দেয়া শেখ জামাল। দ্বিতীয়ার্ধ্বে শেখ জামালের আক্রমণে ধার কিছুটা বৃদ্ধি পায়, খেলার ৫৩ মিনিটের ডান দিক থেকে খান তারার বাড়ানো ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনের কোণাকোণি শটে গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল পরাস্ত হন। বিজেএমসির রক্ষণে চাপ অব্যাহত রেখে ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় রক্সির দল। ডান দিক থেকে মোহাম্মদ জাহেদ পারভেজের ছোট পাস ধরে সলোমন কিংয়ের বাড়ানো ক্রস নিখুঁত প্লেসিং শটে জালে জড়িয়ে দেন ওডোইন। ৮২ মিনিটে লিগের নবম জয় নিশ্চিত করে নেয় শেখ জামাল। মাঝমাঠের একটু ওপর থেকে মোস্তফা উদ্দিন শিমুলের কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠেন সলোমন। পোস্ট থেকে হিমেলের বেরিয়ে আসার সুযোগ নিয়ে লব করেন গাম্বিয়ার এ ফরোয়ার্ড। পরে হিমেল পোস্টে ফিরে বল গ্লাভসে নিলেও ততক্ষণে বল গোললাইন পেরিয়ে যায়। চলতি লিগে জমে উঠেছে সেরা গোলদাতার লড়াই। ৭টি করে গোল নিয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ, মোহামেডানের কিংসলে চিগোজির সঙ্গে যোগ দিয়েছেন শেখ জামালের ওডোইন এবং সলোমনও। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল। পঞ্চম হারের স্বাদ পাওয়া বিজেএমসি ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩২। [caption id="attachment_14032" align="aligncenter" width="833"] ব্রাদার্স ও শেখ রাসেলের মধ্যকার খেলা[/caption] রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচে ব্রাদার্স ১-০ গোলে জিতেছে বদলি ফরোয়ার্ড কঙ্গোর সিও জুনাপিওর গোলে। প্রিমিয়ার লিগে জয়টা যেন ভুলেই গিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। প্রথম পর্বে মুক্তিযোদ্ধাকে হারানোর পর ৭ ম্যাচ পার করলেও জয়ের মুখ আর দেখেনি গোপীবাগের দলটি। অবশেষে অপেক্ষাকৃত শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েই জয়ে ফিরলো কমলা জার্সিধারীরা। [caption id="attachment_14033" align="aligncenter" width="730"] শেখ রাসেলের শেষ মুহুর্তের আক্রমন প্রতিহত করছে ব্রাদার্স[/caption] ১২ খেলায় ৫ জয়, ৪ ড্র এবং ৪ হারে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে শেখ রাসেল। অন্যদিকে সমান-সংখ্যক খেলায় ২ জয়, ৪ ড্র এবং ৭ হারে ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ১০ এবং অবস্থান দশম স্থানে।      

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App