×

তথ্যপ্রযুক্তি

তরুণদের জনপ্রিয় বাহন রানার আরটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৭, ০১:০৮ পিএম

তরুণদের কাছে জনপ্রিয় বাহন মোটরসাইকেল। শিক্ষার্থী ও স্বল্প আয়ের রোজগার করা মানুষের কাছে বাইক কেনাটা অনেকটা বিলাসিতার মত। কিন্তু এটি নগরে চলাচলের জন্য প্রয়োজনীয় বাহন। সাধ আর সাধ্যের সমন্বয় করতে রানার বাজারে আনলো সাশ্রয়ী দামের মোটরসাইকেল। মডেল রানার আরটি। এটি দেখতে অনেকটা রানারের দুরন্তের মত। রানার বাইক আরটিতে আছে ৮৬ সিসির সিঙ্গেল সিলিন্ডারের এয়ার কুলড ইঞ্জিন। এতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে ৭৬ কিলোমিটার। রানারের দুরন্ত বাইকের উভয় চাকা স্পোকের হলেও আরটিতে সংযোজন করা হয়েছে অ্যালয় রিম। কিক স্টার্টের পাশাপাশি সেলফ স্টার্টারও রয়েছে। ৪ স্পিড গিয়ার ট্রান্সমিশনের বাইকটির জ্বালানির ধারণ ক্ষমতা ৮ লিটার। অন্যদিকে দুরন্ততে ৬ লিটারের কিছু বেশি জ্বালানির ধারণ ক্ষমতা ছিল। ৮৬ কিলোগ্রাম ওজনের বাইকটিতে ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক। রিয়ারে আছে টুইন শক অ্যাবসর্ভার। বাইকটির উভয় চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট টায়ারের আকার ২.৫-১৭, রিয়ার টায়ার ২.৭৫-১৭। দুরন্তের মতই বাইকটিতে ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুরন্তের আদলে তৈরি বাইকটিতে ওয়েট টাইপ মাল্টিপল ক্লাচ ব্যবহার করা হয়েছে। এর ডিজাইনেও বৈচিত্র্য রয়েছে। ফুয়েল ট্যাংকের দুপাশে কভার রয়েছে। এমনিভাবে ইঞ্জিনেও গার্ড আছে। কিন্তু দুরন্তের মতই এতে বাম্পার এবং শাড়ি গার্ড নেই। আছে লম্বা কেরিয়ার। যা দুরন্তেরও ছিল। লাল ও কালো রঙের মিশেলে তৈরি বাইকটির বাজার মূল্য ৬২ হাজার টাকা। কিস্তিতে এই বাইকটি কেনার সুযোগ আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App