×

খেলা

ড্রয়ের পথে কলকাতা টেস্ট!

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৭, ০৮:১০ পিএম

বৃষ্টি বিঘ্নিত কলকাতা টেস্টে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিক ভারত  সংগ্রহ করেছিলো ১৭২ রান। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে ২৯৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ দাড়ায় এক উইকেটে ১৭১ রান। ম্যাচের এ অবস্থায় কলকাতা টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। কলকাতায় অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কা মধ্যকার প্রথম টেস্টে শনিবার  চতুর্থ দিনের সমীকরণ শেষে ভারত এগিয়ে আছে ৪৯ রানে। বৃষ্টির কারণে কলকাতা টেস্টের প্রথম দুদিন মাঠে বেশিক্ষণ বল গড়ায়নি। দুদিন মিলে খেলা হয়েছে ৪৫ ওভারেরও কম। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। [caption id="attachment_14011" align="aligncenter" width="1400"] শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতা টেস্টে দ্বিতীয় ইনংসে উদ্বোধনী জুটিতে ১৬৬ রানের পার্টনারিশিপ গড়ে তুলেন লোকেশ রাহুল-শেখর ধাওয়ান জুটি[/caption] মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভারতের তুলনায় ভালো ইনিংস খেলে সরফকারীরা। প্রথম ইনিংসে তারা করে ২৯৪ রান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন রঙ্গনা হেরাথ। এছাড়া অ্যাঞ্জোলা ম্যাথিউস ৫২ রান এবং লাহিরু থিরিমান্নে করেন ৫১ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ সামি। আর উমেশ যাদব নেন ২টি উইকেট। প্রথম ইনিংসে ভারতের ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করে ওপেনাররা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৭১ রান। ওপেনার লোকেশ রাহুল এবং শেখর ধাওয়ানের দুর্দান্ত শুরুতে ভালো ইনিংসের পথে রয়েছে স্বাগতিকরা। প্রথম উইকেট পার্টনারশীপে তারা সংগ্রহ করে ১৬৬ রান। [caption id="attachment_14012" align="aligncenter" width="1400"] কলকাতা টেস্টের চতুর্থ দিনে ৯৪ রান করে সাজ ঘরে ফিরেন শেখর ধাওয়ান[/caption] এরপর শিখর ধাওয়ান আউট হলে ব্যাট করতে নামে চেতেশ্বর পূজারা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ দাড়ায় ১উইকেটে ১৭১ রান। এখন পর্যন্ত ৪৯ রানের লিড নিয়েছে ভারত। ব্যাক্তিগত ৯৪ রান করে আউট হন শিখর ধাওয়ান। এছাড়া ৭৩ রানে লোকেশ রাহুল এবং ২ রানে চেতেশ্বর পূজারা অপরাজিত আছেন। শ্রীলঙ্কার হয়ে ২৯ রান দিয়ে একমাত্র উইকেটটি পান দাসুন শানাকা।  রোববার কলকাতা টেস্টের পঞ্চম দিনে আবার ব্যাটিংয়ে নামবে ভারত। স্বাগতিকরা ব্যাট শেষ করলে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করবে শ্রীলঙ্কা। তাই খেলার এ অবস্থায় কলকাতা টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই রয়েছে বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App