×

খেলা

চলতি সপ্তাহেই আসছেন হাথুরুসিংহে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৭, ১১:২০ এএম

চিঠি দিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মোটামুটি জানিয়ে দিয়েছেন, তিনি আর বাংলাদেশের কোচ থাকছেন না। বাকি শুধু আনুষ্ঠানিকতা। সেটা সেরে নিতে চলতি সপ্তাহেই বাংলাদেশে আসবেন শ্রীলঙ্কান এই কোচ। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বলেন, ‘প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ২-১ দিনের মধ্যে হাথুরুসিংহের আসার কথা। ও আসার পর ওর সঙ্গে বসে বিষয়টি চূড়ান্ত করব।’ হাথুরুসিংহে আসলে তাকে থেকে যাওয়ার অনুরোধ করবে বিসিবি। ভেতরের খবর, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলবে বিসিবি। যদি হাথুরুসিংহে রাজি না হন, তাহলে অন্তত ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে তাকে থাকার অনুরোধ করবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বোর্ড সভাপতি নাজুমল হাসান পাপন একান্ত বৈঠক করবেন হাথুরুসিংহের সঙ্গে। আকরাম খান বলেছেন,ন‘শ্রীলঙ্কা সিরিজে থাকবে কি না, তা বলা কঠিন। হাথুরুসিংহেকে অনুরোধ করা হবে এই সিরিজটার জন্য। কিংবা যতদিন ওকে রাখতে পারি। এটা নির্ভর করে ওর সঙ্গে আলোচনাটা কেমন হয়, তার ওপর।’ এই মুহূর্তে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে শ্রীলঙ্কায় যাবে, কেউ বলছে অস্ট্রেলিয়াতে থাকবে। পারিবারিক সমস্যার জন্য চাকরিটা করতে চাচ্ছে না। অনেক কিছুই শোনা যাচ্ছে..। আমরা ওর কাছ থেকে যেটা জানব, সেটাই আসলে চূড়ান্ত কথা। এজন্য আমরা ওর আসার অপেক্ষায় আছি’- যোগ করেন জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। হাথুরুসিংহেকে না পেলে নতুন কোচ পেতে সময় লাগবে তা নিশ্চিত। সাময়িক সময়ের জন্য দেশীয় কেউ দায়িত্ব নেবেন। কোচ হিসেবে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন দুই শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে- এমন গুঞ্জনও ছড়িয়েছে। শুধু তারা নন, সৌরভ গাঙ্গুলির নামও বলছে অনেকে। তবে এসব নিয়ে মাথা ঘামালেন না আকরাম খান, ‘আমরা এখনো কোনো আলাপ আলোচনাতেই যাইনি। আমরা হাথরুসিংহের আসার অপেক্ষায় আছি। ওর সঙ্গে কথাবার্তা বলার পর, এই বিষয়ে চিন্তা ভাবনা করব। বোর্ড সভাপতি বিশ্বের নামকরা কোচিং স্টাফদের নিয়ে আসেন। ওকে যদি আমরা না পাই, তাহলে হয়তো আমাদের কিছুটা সময় লাগবে। তারপরও আমরা ভালো কোচ নিয়ে আসব। ভালো কোচ যতদিন পর্যন্ত না পাব, ততদিন পর্যন্ত স্থানীয় কোচরাই কাজ চালাবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের আগে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ শুরু হবে। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বিসিবি সিলেটে ম্যাচ আয়োজন করার চিন্তা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App