সোহরাওয়ার্দীতে নাগরিক সমাবেশ দুপুরে,প্রধান অতিথি শেখ হাসিনা

আগের সংবাদ

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আটক ২৭

পরের সংবাদ

বেনাপোল সীমান্তে ১৬ নারী-পুরুষ আটক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭ , ১২:১৯ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৮, ২০১৭ , ১২:১৯ অপরাহ্ণ

বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশের সময় ১৬ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১৮ নভেম্বর ) সকাল ৯টার সময় সীমান্তে একটি পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের বাড়ি খুলনা মাদারীপুর, নড়াইল জেলার বিভিন্ন থানা এলাকায়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া বেশকিছু নারী-পুরুষ সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করে যশোর যাবার জন্য সাদিপুর গ্রামে অপেক্ষা করছে। এমন সংবাদে সঙ্গী ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ জন মহিলা, ১২ জন পুরুষ ও ১ জন শিশুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়