×

অর্থনীতি

চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ০৩:৫৭ পিএম

চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগিতায় ভ্রমণ বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর নবম বারের মতো এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা। আগামীকাল (শনিবার) মেলার শেষ দিন। উদ্বোধনী বক্তৃতায় পর্যটন সম্ভবনাকে বিবেচনায় নিয়ে চট্টগ্রাম অঞ্চলকে একটি ট্যুরিস্ট হাব হিসেবে ঘোষণার দাবি জানান মেয়র আ জ ম নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আমরা এ অঞ্চলের পর্যটনের উন্নয়নে বেশ কয়েকটি উদ্যোগ নেব। মেলায় ইউএস বাংলা, রিজেন্ট এারওয়েজ ছাড়াও ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম এবং অন্যান্য পণ্য ও সেবার ওপর বিশেষ মূল্যছাড় দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App