×

তথ্যপ্রযুক্তি

মুছে দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেজও পড়া সম্ভব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৭, ০৪:৩৯ পিএম

অনিচ্ছাকৃত ভাবে পাঠিয়ে দেওয়া মেসেজ মুছে দেওয়ার নতুন ফিচারটি সদ্যই বাজারে এনেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার বেশ পছন্দও হয়েছিল গ্রাহকদের। কিন্তু এ বার নিশ্চিন্ত থাকার দিন শেষ।

কারণ এখন ইচ্ছা করলে মুছে দেওয়া মেসেজও দেখার সুযোগ থাকছে গ্রাহকের কাছে।

হোয়াটসঅ্যাপে ভুল করে পাঠানো মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ান’ করলেও তা ডিভাইসে থেকে যায়। এবং সেখান থেকে মুছে দেওয়া মেসেজ পুনরায় দেখা সম্ভব।

এর জন্য গুগল প্লে স্টোরে গিয়ে ‘নোটিফিকেশন হিস্ট্রি’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি ডাউনলোড করার পর ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড নোটিফিকেশন লগ-এ ‘ডিলিট’ হওয়া মেসেজ দেখতে পাবেন।

তবে এই অ্যাপ থেকে মেসেজের প্রথম ১০০টি অক্ষরই দেখা যাবে। ফোন একবার রিস্টার্ট হলে নোটিফিকেশন লগ সম্পূর্ণভাবে মুছে যাবে।

অ্যান্ড্রয়েড ৭.০ এবং তার উপরের ভার্সনগুলিতেই শুধুমাত্র পাওয়া যাবে এই সুবিধা। এই অ্যাপের মাধ্যমে একমাত্র টেক্সট মেসেজই ফিরে পাওয়া সম্ভব।

ভিডিও, অডিও বা পিকচার মেসেজের ক্ষেত্রে কাজ করবে না এটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App