×

তথ্যপ্রযুক্তি

মশা তাড়ানো স্মার্টফোন এনেছে এলজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৭, ০১:৪৩ পিএম

আপনি কি মশার কামড়ে অতিষ্ঠ? আপনি যেখানেই থাকেন না কেন মশা আপনাকে ঠিকই খুঁজে নেয়? আপনার মূল্যবান রক্ত পান করে তবেই আপনাকে ছাড়ে। এসে গেলো মশা তাড়ানোর মোক্ষম উপায়। না কোন মশার কয়েল কিংবা যন্ত্রের কথা বলছি না। আপনার হাতের মুঠোর স্মার্টফোনই এখন মশা তাড়াবে। ভাবছেন গালগল্প দিচ্ছি! কিন্তু না, ঘটনা সত্যি। কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি এমন একটি ফোন এনেছে যেটি মশা তাড়িয়ে আপনাকে স্বস্তি দেবে। ‘কে৭আই’ নামের এই স্মার্টফোনটিতে ‘মসকুইটো রিপেলিং আলট্রাসনিক সাউন্ড’ ব্যবহার করা হয়েছে। এই ফিচারটির ফলেই মশা থাকবে শতহস্ত দূরে। এমনই দাবি এলজির। ভারতের বাজারে ফোনটির মূল্য ৭ হাজার ৯৯০ রুপি। স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং ২ জিবি র‌্যাম আর ১৬ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। ‘এলজি কে৭আই’ স্মার্টফোনে এটি ইনবিল্ট অ্যাপ হলেও, যেকোনও অ্যানড্রয়েড ও আইওএস ফোনেই ইনস্টল করা যাবে মশা তাড়ানোর এই অ্যাপটি। তাই আর চিন্তা কিসের মশা মারতেও হবে না। শুধু হাতের মুঠোয় থাকবে মোবাইল ফোন। তাতেই আপনার ধারে কাছে ঘেঁষতে ভয় পাবে মশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App