×

ফিচার

মঞ্চে প্রতিদিনই চ্যালেঞ্জ নিতে হয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৭, ১১:৪৯ এএম

দীর্ঘ এক যুগ পর গতকাল ‘নিত্যপুরাণ’ নাটকের নবরূপে প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আজ শনিবার সন্ধ্যায়ও একই মিলনায়তনে রয়েছে এই নাটকের প্রদর্শনী। ঢাকার অন্যতম নাট্য সংগঠন ‘দেশ নাটক’ প্রযোজিত ‘নিত্যপুরাণ’ রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। এতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা। সাক্ষাৎকার নিয়েছেন শাহনাজ জাহান
মেলা : দীর্ঘ বিরতির পর ‘নিত্যপুরাণ’ মঞ্চে এসেছে। এই বিষয়ে জানতে চাই? বন্যা : প্রায় ১২ বছর পর দেশ নাটকের নিত্যপুরাণ মঞ্চে এসেছে। ২০০৫ সালে নাটকটির সবশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এটা অবশ্যই দেশ নাটকের জন্য বিশেষ ঘটনা। কিন্তু আমার কাছে দ্রৌপদী হয়ে মঞ্চে অভিনয় করাটাই বিশেষ ঘটনা। এর আগেও এই নাটকে দ্রৌপদী হয়ে মঞ্চে অভিনয় করেছি। কোরাসের সঙ্গে মঞ্চে উঠেছি। ফলে এক যুগ আগে যেমন নাটকটি নিয়ে উন্মাদনা কাজ করতো, এখনো করছে। অভিনয়ের জন্য যে প্রস্তুতির প্রয়োজন হয়, আমাদের দেশের থিয়েটারে আসলে সেই প্রস্তুতি নেয়ার সুযোগ নানা কারণে হয়ে উঠে না। নানা রকম পেশাগত ব্যস্ততার পর আমরা থিয়েটার করি। ফলে এর প্রভাব পরে নাটকে। মেলা : একযুগ আগেও দ্রৌপদী করেছেন, দীর্ঘ বিরতির পর আবারো করছেন। কোন পার্থক্য অনুভব করছেন? বন্যা : না, পার্থক্য নেই। দ্রৌপদী তো একই আছে। তবে চেষ্টা করেছি ১২ বছর আগে যে অপূর্ণতাগুলো ছিল সেগুলো পূরণ করতে। চরিত্র, সংলাপ দিয়ে দর্শকের সঙ্গে দ্রৌপদীর যোগাযোগ স্থাপন করতে। সেজন্য নিজেকে প্রস্তুত করেছি। মঞ্চে অভিনয়ের জন্য প্রচুর প্রস্তুতির দরকার হয়। আমাদের থিয়েটারে আসলে সেই সুযোগ থাকে না। আবার আমি পেশাগতভাবে একটা চাকরির সঙ্গে যুক্ত। তবুও আমার চেষ্টা ছিল। আমাদের দলের সবাই চেষ্টা করেছেন সেরাটুকু দিতে। মেলা : এক যুগ আগে নাটকটি সাড়া জাগিয়েছিল। আবার এ প্রজন্মের অনেকেই নিত্যপুরাণ দেখেননি। বিষয়টিকে কীভাবে দেখেন? বন্যা : মঞ্চে যখন কোনো নাটকের প্রদর্শনী হয় তখন সেটা সব সময় নতুন থাকে। মঞ্চে প্রতিদিনই তো চ্যালেঞ্জ নিতে হয়। রক্তমাংসের মানুষই প্রতি প্রদর্শনীতে অভিনয় করেন। তাই মঞ্চনাটক কখনো পুরনো হয় না। প্রতিটা শোতে অভিনয়শিল্পীকে চ্যালেঞ্জ নিতে হয়। আর এক যুগ আগে যারা নাটকটি দেখেছেন তারা হয়তো এখন দেখে অনেক কিছু মেলানোর চেষ্টা করবেন। তাদের দেখার মাঝে বিশ্লেষণ থাকবে। আবার এই প্রজন্মের অনেকেই আছেন যারা প্রথমবার নিত্যপুরাণ দেখছেন। তাদের জন্য তো নিত্যপুরাণ নতুন নাটক। ফলে এই সময়ে এসে অন্যরকম অভিজ্ঞতা হবে বলে মনে করছি। আশা করি সব শ্রেণির দর্শকের কাছে নাটকটি গ্রহণযোগ্য হবে। মেলা : মঞ্চে যুক্ত হয়েছিলেন কবে? বন্যা : আমি মেট্রিক পাস করার পর থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত। এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করেছি। থিয়েটার ভালোবাসতাম বলেই নাট্যকলা নিয়ে পড়ালেখা করেছি। নাট্যকলা পড়তে গিয়ে অনেক বড় বড় শিক্ষকের সান্নিধ্য পেয়েছি। তাদের কাছ থেকে শিখেছি। এখনো শিখছি। মেলা : টিভি নাটক প্রসঙ্গে আসি। আপনাকে টিভি নাটকে কম দেখা যায় কেন? বন্যা : আমি এই মুহূর্তে টেলিভিশন নাটকের কাজ একটু কম করছি। পেশাগত ব্যস্ততা রয়েছে। তবে মাঝে মাঝে কিছু টিভি নাটকের কাজ করছি। চাকরি সূত্রে আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি। সেখানে সময় দিতে হয়। এরপর থিয়েটার করতে হলে অনেক সময় দিতে হয়। মেলা : সিনেমায়ও তেমন দেখা যায় না। কারণ কি? বন্যা : আমি একেবারেই যে চলচ্চিত্রে অনুপস্থিত তা কিন্তু না। দু’একটা সিনেমায় কাজ করেছি। আসলে সিনেমায় কাজ করতে গেলে প্রচুর প্রস্তুতি লাগে। সময়, সুযোগ মেলাতে পারলে নিশ্চয় সিনেমার কাজ করব। আর এখন তো বেশ ভালো সিনেমা নির্মাণ হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App