ট্রেলারে চোখ রাখুন

আগের সংবাদ

ধামরাইয়ে পাটের গুদামে অগ্নিকান্ড

পরের সংবাদ

বিপিএলের জুয়ায় বাধা : নাসিম খুনের আসামি গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৭ , ১২:০৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৫, ২০১৭ , ১২:০৬ অপরাহ্ণ

বাড্ডায় বিপিএলের খেলা নিয়ে ‍জুয়ার প্রতিবাদ করায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম আহমেদ হত্যার ঘটনায় মোহাম্মদ আসিফ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে পুলিশের এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী বলেন, ‘এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। তাকে আমরা ঘটনার পর থেকে খুঁজছিলাম। গ্রেপ্তারকৃত আসিফ এ ঘটনার এজাহারভুক্ত আসামি।’

উল্লেখ্য, গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়