×

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টিপাতের সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৭, ১২:৪১ পিএম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৩ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App