×

অর্থনীতি

জিডিপি প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ, মাথাপিছু আয় ১৬১০ ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৭, ০৫:২৯ পিএম

চূড়ান্ত হিসাবে ২০১৬-১৭ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। আর মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ০৪ শতাংশ।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে প্রাথমিক হিসাবে ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল। কিন্তু চূড়ান্ত হিসাবে তা অতিক্রম করেছে। শেষ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।

তিনি আরও জানান, এই অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার, যা প্রাথমিক হিসাবে ১ হাজার ৬০২ মার্কিন ডলার ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App