×

জাতীয়

গ্রেপ্তার করে জনস্রোত ঠেকানো যাবে না : ফখরুল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৭, ০৯:২৫ পিএম

বিএনপির জনসভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের ‘ব‌্যাপকভাবে’ গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এভাবে জনস্রোত ঠেকানো যাবে না।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় ব্যাপক লোকসমাগম দেখে আতঙ্কিত হয়ে সভাস্থলে আসতে নেতা-কর্মীদেরকে বাধাদানের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক মামলা দায়ের করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্তা করছে আইনশৃঙ্খলা বাহিনী।’

‘কিন্তু এ ধরনের অপকর্ম ও বিএনপি নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করে বিএনপির প্রতি মানুষের সমর্থন ও যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে জনস্রোতকে ঠেকানো যাবে না। জনগণের মিলিত শক্তি বর্তমান শাসকগোষ্ঠীর সকল চক্রান্ত, অপকৌশল ও ভয়াবহ দুঃশাসনকে রুখে দিবে’, বলেন বিএনপির এই মুখপাত্র।

জনসভাকে কেন্দ্র করে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বিএনপির প্রতি জনগণের ভালবাসা ও ব্যাপক জনসমর্থনে ইর্ষান্বিত হয়ে সরকার এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মন্ত্রী, এমপিদের বেপরোয়া দাম্ভিকতা আরো তীব্র মাত্রা ধারণ করেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা এবং নেতা-কর্মীদেরকে গ্রেপ্তারের মাধ্যমে কারান্তরীণ ও দেশে ত্রাস সৃষ্টি করে রাষ্ট্রক্ষমতা দখল করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার।’

মির্জা ফখরুল গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App