×

তথ্যপ্রযুক্তি

ডুডলে হুমায়ুন আর হলুদ হিমু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৭, ০১:০২ পিএম

আজ কিংবদন্তী কথাসাহিত্যিক, উপন্যাসিক হুমায়ুন আহমেদের ৬৯তম জন্মদিন। দিনটিকে নানা ভাবে উদযাপন করছে হুমায়ুন ভক্তরা। এদিকে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল হুমায়ুনের জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগলের ডুডল বিশেষ নকশা বা চিত্রের মাধ্যমে বিশেষ কোনো দিবস বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিন উদযাপন করে থাকে। গুগলের প্রকাশিত ডুডলে দেখা যাচ্ছে হুমায়ুন আহমেদ বাগানে বই হাতে চেয়ারে বসে আছেন। পাশের টেবিলে রাখা কাপ আর কেটলি। পাশ দিয়ে খালি পায়ে পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পরে হেটে যাচ্ছে তারই অমর সৃষ্টি হিমু। হাস্যজ্বল হিমুকে দেখে মুচকি হাসছেন হুমায়ুনও। বাঙালি পাঠকদের কাছে হুমায়ুনের অমর সৃষ্টি হিমু। হলুদ পাঞ্জাবি পরিহিত এই যুবক নিজেকে নগরপরিব্রাজক বলে দাবি করে। তার কাজই হলো খালি পায়ে হেঁটে বেড়ানো আর সুযোগ পেলে মানুষকে বিভ্রান্ত করা। হিমু ছাড়াও হুমায়ুনের আরেকটি জনপ্রিয় চরিত্র হলো মিসির আলী। রহস্যময় এই চরিত্রের সঙ্গে হুমায়ুনের ব্যক্তিগত চরিত্রের সঙ্গেও মিলে যায়। বলা হয় হিমু ও মিসির আলীই হুমায়ুনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহুকুমার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে কর্তব্যরত অবস্থায় শহীদ হন। হুমায়ুন পরিবারের সবার ভিতরে সাহিত্যমনস্ক আবহাওয়ায় ছিল। তার অনুজ মুহম্মদ জাফর ইকবাল দেশের একজন বিজ্ঞান শিক্ষক, কথাসাহিত্যিক এবং জনপ্রিয় বিজ্ঞান লেখক; সর্বকনিষ্ঠ আহসান হাবীব রম্য সাহিত্যিক এবং কার্টুনিস্ট। হুমায়ুন আহমেদ প্রচুর উপন্যাস লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নন্দিত নরকে (১৯৭২), শঙ্খনীল কারাগার (১৯৭৮), আগুনের পরশমণি (১৯৮৬), জোছনা ও জননীর গল্প (২০০৪) ইত্যাদি। তার অসমাপ্ত উপন্যাস দেয়াল যা প্রকাশিত হবার পূর্বেই বিতর্কে জড়িয়ে পড়ে এবং তা আদালত পর্যন্তও গড়ায়। যদিও শেষমেষ তা প্রকাশিত হয়। হুমায়ূন আহমেদ একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। আবার নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও ছিলেন সমানভাবে সমাদৃত। টেলিভিশনের জন্য একের পর এক দর্শক-নন্দিত নাটক রচনার পর হুমায়ূন আহমেদ ১৯৯০-এর গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তি পায় ১৯৯৪ সালে। ২০০০ সালে শ্রাবণ মেঘের দিন ও ২০০১ সালেদুই দুয়ারী চলচ্চিত্র দুটি প্রথম শ্রেণীর দর্শকদের কাছে দারুন গ্রহণযোগ্যতা পায়। তাঁর পরিচালনায় সর্বশেষ চলচ্চিত্র ছিলো ঘেটু পুত্র কমলা। তিনি অসংখ্য বহুমাত্রিক সৃষ্টির জন্য নানা পুরস্কারে ভূষিত হন। ২০১২ সালের ১৯ জুলাই এই দেশ বরেণ্য সাহিত্যিকের অকাল মৃত্যু হয়। এবারই প্রথমবারের মত গুগল হুমায়ুন আহমেদের জন্মদিনে বিশেষ ডুডল প্রকাশ করলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App