ডুডলে হুমায়ুন আর হলুদ হিমু

আগের সংবাদ

হলিউডে যৌন হেনস্তার শিকারি নারীদের মিছিল

পরের সংবাদ

টেকনাফ-সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৭ , ১:০৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৩, ২০১৭ , ১:০৬ অপরাহ্ণ

পর্যটন মৌসুম উপলক্ষে অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে দমদমিয়া জাহাজঘাট থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে কেয়ারী সিন্দাবাদ জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

কেয়ারী সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক শাহ্ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিআইডব্লিউটিএর অনুমতি মিললেও স্থানীয় প্রশাসন অনুমতি না দেয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।

তিনি জানান, রোববার জেলা প্রশাসক জাহাজ চলাচলের অনুমতি দেন। এর পর সোমবার সকাল ৯টা থেকে জাহাজ চলাচল শুরু হয়।

উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাস থেকে পর্যটন মৌসুম শুরু হলে সেন্টমার্টিনে পর্যটকদের ঢল নামে।

কিন্তু গত আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন শুরু হলে নিরাপত্তাজনিত কারণে এ রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়