×

অর্থনীতি

মেলার মতো সেবা ৩০ নভেম্বর পর্যন্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ১২:৪১ পিএম

আজ থেকে আয়কর অফিসে আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন সংগ্রহসহ অন্যান্য সেবা নেওয়ার ক্ষেত্রে আয়কর মেলার মত সেবা পাওয়া যাবে। এটিকে বিকেন্দ্রীকৃত আয়কর মেলা হিসেবে অভিহিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত করদাতারা এ সেবা পাবেন। এছাড়া ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকার সব কর অঞ্চলে ‘ট্যাক্স আইডি কার্ড’ দেওয়া হবে।
এনবিআর সূত্র জানিয়েছে, আয়কর মেলায় অভাবনীয় সাড়া পড়ায় এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গত এক নভেম্বর থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এবারের আয়কর মেলায় রিটার্ন দাখিল বেড়েছে ৭২ শতাংশ।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, করদাতাদের হয়রানিমুক্ত পরিবেশে কর সেবা দেওয়ার লক্ষ্যে আগামীকাল থেকে (আজ রবিবার) কর অফিসে বিকেন্দ্রীকৃত কর মেলার আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App