×

বিনোদন

পড়াশোনাতেও তুখোড় এই নায়িকারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ০১:৩৪ পিএম

পড়াশোনাতেও বাজিমাত করেছেন এই তারকারা। উচ্চশিক্ষিত হয়েও বলিউডে নিজেদের আসন পাকা করেছেন এমন উদাহরণও কম নয়। জানা যাক তারা কারা? কারিনা কাপুর: মুম্বাইয়ের মিঠিবাই কলেজ থেকে কমার্স নিয়ে স্নাতক পাশ করে কারিনা পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। হার্ভার্ড সামার স্কুল থেকে মাইক্রো কম্পিউটার নিয়ে তিন মাসের কোর্স করেন। শোনা যায়, আইন নিয়ে পড়ার ইচ্ছা ছিল কারিনার। দেশে ফিরে মুম্বাই ল’ কলেজে পড়াশোনাও শুরু করেছিলেন তিনি।           সোহা আলি খান: জানেন কি, এই বলিউড সুন্দরী শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও তুখোড়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বালিওল কলেজ থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন সোহা। পরে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে মাস্টার্স করেন। শ্রুতি হাসান: মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড্রিউ কলেজ থেকে মনোবিজ্ঞান নিয়ে স্নাতক করেন শ্রুতি। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি গান-বাজনাতেও সমান আগ্রহ ছিল তার। ক্যালিফোর্নিয়ার মিউজিসিয়ান ইনস্টিটিউট থেকে সংগীত নিয়ে মাস্টার্সও করেছেন তিনি। প্রীতি জিনতা: মনোবিজ্ঞানী হওয়ার ইচ্ছা ছিল প্রীতির! ইংরেজিতে স্নাতকোত্তর করার পর অপরাধ বিজ্ঞান নিয়ে মাস্টার্স করেছেন তিনি। বিদ্যা বালান: সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক করেন বিদ্যা। পরে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সও করেন তিনি। সোনম কাপুর: সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ থেকে ‘থিয়েটার অ্যান্ড আর্টস’ নিয়ে পড়াশোনা করেছেন সোনম। পরে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কোর্সও করেন তিনি। আমিশা প্যাটেল: স্কুলে বরাবরই প্রথম হতেন আমিশা। দু’বছর বায়ো-জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করেন তিনি। তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন। ম্যাসাচুসেটসের টাফস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্বর্ণপদক পেয়েছেন আমিশা। পরিণীতি চোপড়া: পরিণীতির ডিগ্রির বহর শুনলে চোখ কপালে উঠবে। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ব্রিটেনের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে একটা নয়, অর্থনীতির তিন তিনটা বিষয়ে অনার্স ডিগ্রি রয়েছে পরিণীতির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App