×

আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলাদেশীর বাড়িতে গাড়ি উঠিয়ে দিলো মদ্যপ চালক

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ০২:০৪ এএম

নিউইয়র্কের জ্যামাইকায় এক গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এক বাংলাদেশী পরিবারের তিন সদস্য। তবে এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু। তাদের লং আইল্যান্ড জুইস হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, গতকাল শুক্রবার সাড়ে তিনটায় জ্যামাইকার ১৭০ ষ্ট্রিট এবং হিলসাইড এভিনিউর এক বাড়িতে চলন্ত গাড়ি নিয়ে সদর দরজায় আঘাত করে এক মাতাল চালক। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাড়িটি সাইড ওয়াকের রেলিং ভেঙ্গে লিভিং রুমের দরজায় সজোরে আঘাত করে। এতে বিকট শব্দে কেপে ওঠে পুরো বাড়ি। এ সময় দাদি ও ছোট ভাইকে নিয়ে টিভি দেখছিলেন ১০ বছর বয়েসী সিমরান বেগম। ঘটনা আচ করার আগেই ভীত সন্ত্রস্ত সিমরান ছোট ভাইকে নিয়ে ভেতরের রুমে চলে যান। বাড়িটির মালিক ইমরান হোসেন একজন বাংলাদেশী। ঘটনার পরে তিনি জানান, বাড়ির ব্যাপক ক্ষতি হওয়ায় আমরা ভিশন বিপাকে পড়েছি। দরজা ও দেয়াল ভেঙ্গে যাওয়ায় আমার গর্ভবতি স্ত্রী এবং পরিবারের সদস্যরা তীব্র শীতে কষ্ট পাচ্ছে। তিনি জানান, গাড়িটি একজন মহিলা চালাচ্ছিলেন। হঠাৎ সাইড ওয়াকের ওপর দিয়ে ফ্রন্ট ডোরে আঘাত করে। এতে দরজাসহ দেয়াল ও লিভিং রুমের ব্যাপক ক্ষতি হয়। গাড়িটি সাইড ওয়াক ক্রস করার সময় পথচারি দুই শিশুকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যেতে চাইলে আমার এক প্রতিবেশী তাকে আটক করে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। ইমরানের ১০ বছরের মেয়ে সিমরান বেগম জানায়, ‌'আমি জীবনেও এমন দুর্ঘটনা দেখিনি। ঘটনার সময় আমি আমার দাদি ও ছোটভাই লিভিং রুমে টিভি দেখছিলাম। এর মধ্যে বোমা বিষ্ফোরনের মতো একটা বিকট আওয়াজ শুনতে পাই। সঙ্গে সঙ্গে আমি আমার ভাইকে নিয়ে পাশের রুমে চলে যাই। বিষয়টি নিয়ে আমার পরিবার ভীত সন্ত্রস্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App