×

জাতীয়

একবছর পর রাজধানীবাসী পাইপলাইনের পানি পাবে : রাঙ্গা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ০৬:৫২ পিএম

আগামী ১ বছরের মধ্যে রাজধানীবাসীকে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। আজ রবিবার সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের আওতাধীন ঢাকা ওয়াসার চলমান প্রকল্পগুলো আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হলে স্যুয়ারেজ লাইনগুলো ঠিক হয়ে যাবে। তখন ওয়াসার পাইপলাইনের পানি পান করা যাবে।

পানির অপচয় রোধকল্পে আইন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি সকলকে পানির অপচয় রোধকল্পে সচেতন হওয়ার আহ্বান জানান। বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App