×

তথ্যপ্রযুক্তি

শুরু হয়েছে ঢাকা বাইক কার্নিভ্যাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৭, ০১:২৪ পিএম

রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঢাকা বাইক কার্নিভ্যাল। ১০ ও ১১ নভেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো এর আয়োজন করেছে বাইক বিডি। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ইয়ামাহা। ইতিমধ্যে এই বাইক কার্নিভালকে ঘিরে তরুণদের মধ্যে সাড়া ফেলেছে। কার্নিভালে নজরকাড়া বাইক র‌্যালি, আকর্ষণীয় বাইক গেম শো, কালচারাল প্রোগ্রামের পাশাপাশি থাকছে মনমাতানো কনসার্ট। অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে ভারত থেকে আগত লেডি বাইকার গ্রুপ মোটরসাইকেল নিয়ে নানা নৈপুণ্য দেখাবে। কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, মাইলসসহ অনেকে। গণমানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এসিআই মটরস বিভিন্ন সময়ে নানা ধরনের ইভেন্ট আয়োজন করে। এর মাধ্যমে এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের সাথে আত্মিক মিল বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, এসিআই মটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং খুচরা যন্ত্রাংশের একমাত্র নিবন্ধিত ডিস্ট্রিবিউটর। বাংলাদেশের স্বনামধন্য এসিআই কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে দেশজুড়ে এর ৩৪টিরও বেশি থ্রিএস ডিলার পয়েন্ট রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App