×

জাতীয়

বাঁশখালীতে আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৪

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ০৯:১৬ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার সরল ইউনিয়নের দেলোয়ারের মার্কেট এলাকায় সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং ওই এলাকায় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ কবির লিটনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে আহতদের অধিকাংশই গুলিবিদ্ধ বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে পৌর সদরের ড্রিম পার্ক কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভা আয়োজন করে লিটনের অনুসারীরা।

এ স্মরণসভায় তার অনুসারীরা যাওয়ার পথে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অনুসারীরা বাধা দিলে সংঘর্ষ ও গুলিবর্ষণ ঘটে বলে স্থানীয় সাংবাদিকরা জানান।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, “সভায় যাবার পথে দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৪ জনের মতো আহত হয় বলে জেনেছি। এদের বেশিরভাগই গুলিবিদ্ধ।”

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

আহতদের মধ্যে আটজন গুলিবিদ্ধ। তারা হলেন- দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাহমুদুল ইসলাম বদি (৩৫), রফিক উদ্দিন বাদশা (৪০), ওমর ফারুক (৩৪), সাধনপুর ইউনিয়নের যুবলীগের সদস্য রাশেদ (২৩), বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন (৩৫), ৪ নম্বর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম ইউসুফ (৩৫), রবিউল হোসেন (২৩), ফোরকান (২৮), মোহাম্মদ আজিজ (৩০), মিঠু (২৫), মর্তুজা আলী (২৬), ইমরান (২০), আবু ইউসুফ (৬০), বাঁশখালী থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রবিউল হোসেন (২৩)।

এরা সকলেই ছড়রা গুলিতে আহত বলে শীলব্রত জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App