×

জাতীয়

পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা: আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ১০:১০ পিএম

কুষ্টিয়ায় জেএসসি পরীক্ষা চলাকালীন আইন অমান্য করে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের চেষ্টার অভিযোগে রুহুল আলম বিশ্বাস নামের এক আওয়ামী লীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালতে দশদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদলতের বিচারক মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল উদ্দিন আহমেদ ওই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রুহুল আলম বিশ্বাস মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, জেএসসি পরীক্ষা চলাকালে আওয়ামী লীগ নেতা রুহুল আলমের নেতৃত্বে মোটরসাইকেল আরোহী কয়েকজন ব্যক্তি মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এসময় কর্তব্যরত পুলিশ তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাঁধা দেয়। এতে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ রুহুল আলমকে আটক করে ভ্রাম্যামাণ আদালতে সোপর্দ করে। পরবর্তীতে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে কারাদণ্ড দেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহমেদ জানান, “পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০” অনুযায়ী কেন্দ্রের শৃংখলা ভঙ্গ ও গোলযোগ সৃষ্টির অপরাধে রুহুল আলম বিশ্বাসকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App