×

তথ্যপ্রযুক্তি

ক্যাট এস ৪১ বাজারে : এক চার্জে ফোন চলবে টানা ৪৪ দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ১১:৪৩ এএম

ফোনের ব্যাটারি দ্রুত ফুরায়। তাই রোজ রোজ নিয়ম করে ফোনে চার্জ দিতে হয়। এটা অনেকের জন্যই ঝক্কি বটে!এই সমস্যার সমাধানে বিখ্যাত মেশিন টুলস উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যাটারপিলার শক্তিশালী ব্যাটারির ফোন বাজারে আনলো। ফোনটির মডেল ক্যাট এস৪১। এই ফোনটিকে বলা হচ্ছে ব্যাটারি মনস্টার। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ক্যাটারপিলার দাবি করছে তাদের এই ফোনটি এক চার্জে টানা ৪৪ দিন চলবে। ফোনটিতে আছে ৩ জিবি র‌্যাম। এটি আইপি ৬৮ সনদপ্রাপ্ত। অর্থাৎ ফোনটি ধুলো ও পানিরোধী। ফোনটিতে ২.৩ গিগাহার্জের অক্টাকোর পি২০ প্রসেসর রয়েছে। প্রসেসর ব্যবহার করা হয়েছে। শক্তপোক্ত এই ফোনটিতে ৩২ জিবি রম রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। অ্যানড্রয়েড ৭.০ নুগাট চালিত এই ফোনটিতে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ফোনটিতে গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে। ক্যাট এস৪১ ফোনটিতে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে। এতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ ব্যবহার করা হয়েছে। ক্যাটার পিলার দাবি করছে, তাদের ফোনটি ড্রপ টেস্টে উতরে গেছে। এটি হাত থেকে পড়লেও ভাঙবে না। পানির নিচেও ফোনটি সচল থাকবে। ফোনটির দাম ৪২০ ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App