×

আন্তর্জাতিক

অভিযোগ করায় কাস্টমারের শরীরে গরম তেল ছুড়ে মারলেন দোকানদার!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ০৬:৫৬ পিএম

ভারতের মহারাষ্ট্রের উলহাসনগরে এক চাইনিজ খাবারের দোকানদার ক্ষুব্ধ ভোক্তার উপর ফুটন্ত তেল ছুড়ে মেরেছেন। পুলিশের সংগ্রহ করা ভিডিওতে দেখা যায় পানির জগে করে কাস্টমারের দিকে ফুটন্ত তেল ছুড়ে মারছেন, এতে ফুটন্ত আগুনে মারাত্মক দগ্ধ হন ওই কাস্টমার।

জানা গেছে, ওই কাস্টমার খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এটি কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে দুইজনের মধ্যে বিবাদ শুরু হয়। ভিডিওতে দেখা যায় ওই কাস্টমার এবং আরো দুই ব্যক্তি দোকানের মালিককে লক্ষ্য করে ঢিল ছুড়ছেন, দোকান ভাঙচুর করছেন। আর এর পাল্টা আক্রমণ হিসেবে ওই দোকানদার গরম তেল ছুড়ে মারে।

ঘটনার পরে গরম তেলে ঝলসে যাওয়া ওই কাস্টমার তার ভাইকে ফোন দিয়ে জানালে তাকে হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তির বন্ধুও আহত হয়েছে। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ওই দোকানদারকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ওই দোকানদারও দোকান ভাঙচুর ও কর্মচারীদের মারধোরের অভিযোগ দায়ের করেছেন। এনডিটিভি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App