×

অর্থনীতি

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ১০:০১ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারতীয় নতুন পেঁয়াজ আমদানি। গত দুই দিনের ব্যবধানে বন্দরের পাইকারি বাজারে প্রকার ভেদে কেজিতে দাম কমেছে ১০ টাকা।

ভারতের ব্যাঙ্গালোর, নাসিকের পাশাপাশি এখন ইন্দোর থেকেও আমদানি হচ্ছে পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন, দাম কমায় কেনাবেচা বৃদ্ধি পেয়েছে।

এদিকে, ভারতের মোকামগুলো থেকে নতুন পেঁয়াজ আসতে শুরু করায় হিলি স্থলবন্দরে বেড়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। সাত দিন আগে হিলি বন্দরে যে পেঁয়াজ বন্দরের পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়, এখন সেই পেয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে।

কয়েক দিন আগে এই বন্দর দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেয়াজ আমদানি হলেও বর্তমানে আমদানি হচ্ছে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়াই কমতে শুরু করেছে দেশে পেঁয়াজের দাম।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান জানান, স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের আমদানি আরো বাড়বে। সেই সঙ্গে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App