×

জাতীয়

ফুলবাড়ী সীমান্তে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ০১:৫৫ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি সদস্যরা। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গোরকমণ্ডল সীমান্ত থেকে এই শাড়িগুলো জব্দ করা হয়। বিজিবি জানায়, ফুলবাড়ী সীমান্তের ৯২৯ নম্বর মেইন পিলারের আট নম্বর সাব-পিলার হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোরকমণ্ডল এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে শাড়ি নিয়ে যাচ্ছিল। এ সময় গোরকমণ্ডল বিওপির হাবিলদার আব্দুর রশিদের নেতৃত্বে টহলদল তাদের ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় বাইসাইকেলসহ শাড়িগুলো ফেলে তারা পালিয়ে যায়। পরে শাড়িগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়। এগুলোর মধ্যে ৩৪টি উন্নতমানের ভারতীয় কাতান ও বেনারসি শাড়ি ছিল। যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নূর-ই আলম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App