×

আন্তর্জাতিক

দিল্লীতে বিষাক্ত ধোঁয়ায় স্কুল বন্ধ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ০৭:১৬ পিএম

বিষাক্ত ধোঁয়ার কারণে বুধবার দিল্লীর সকল প্রাথমিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ স্তরের চেয়ে ৭০ গুণ বেশি হওয়ায় চিকিৎসকরা জরুরি জনস্বাস্থ্য সতর্কতাও জারি করেছেন।

খবর- এএফপি’র।

ধুসর রঙের ভারি ধোঁয়ায় আবৃত দিল্লীতে অধিকাংশ পথচারী ও মোটরসাইকেল আরোহীকে মুখে রুমাল কিংবা মাস্ক ব্যবহার করতে দেখা গেছে।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে পিএমের এর মাত্রা ২.৫ রেকর্ড করা হয়। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারি করে পরিস্থিতি উন্নত করতে প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে, এনভার্নমেন্ট পলিউশন অথরিটি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App