×

আন্তর্জাতিক

আবারও নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলেন ব্লাসিও

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ১১:০২ এএম

আবারও নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলেন বিল ডি ব্লাসিও। সেই সঙ্গে ভঙ্গ করলেন ত্রিশ বছরের ইতিহাস। গত তিন দশকে ডেমোক্রাট দল থেকে দ্বিতীয়বারের মতো কেউ মেয়র নির্বাচিত হতে পারেননি। রাত নয় টায় ভোট গ্রহন শেষ হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই নির্বাচনের ফল ঘোষনা করা হয়। আর এতে নগর পিতার পুন:নির্বাচনের খবর জানিয়ে দেয়া হয়। ট্রাম্পের রিপাবলিকান দলের মেয়র প্রার্থী নিকোলো মালিওটাকিস ব্লাজিওর বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির নানা অভিযোগ তুলেও তেমন সুবিধা করতে পারেননি। বরং বলা যায় শোচনীয়ভাবে পরাজিত হন তিনি। এর আগে সকাল ৮টা থেকেই ভোট কেন্দ্রে ছুটে যান ভোটররা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ৫ বরোতে ভোট দিতে দেখা যায় তাদের। তবে সবচেয়ে বেশী তৎপর ছিলেন অভিবাসী আমেরিকানরা। শুধু নিজেরা নন আত্মীয়, বন্ধু, পরিজন সবাইকে ভোট দেয়ার অনুরোধ জানাতে শোনা যায় । নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসী আমেরিকানদের কমুনিটি নেতারা ব্লাজিওকে জেতানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত মাঠে ছিলেন। বিশেষ করে বাংলাদেশী কমুনিটির অনেক পরিচিত মুখ সারদিন ছিলেন তৎপর। কৌশলগত কারনে এবারের সিটি নির্বাচন ছিলো অভিবাসী আমেরিকানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন। বিশেষত ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্রে অভিবাসন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। অভিবাসন বন্ধের ব্যাপারেও ট্রাম্প তার অনড় অবস্থানের কথা বহুবার জানিয়ে দিয়েছেন। ফলে এ নিয়ে ভয় এবং শঙ্কা ছড়িয়ে পড়ে অভিবাসীদের মধ্যে।অভিবাসীরা নিউইয়র্ককে তাদের নিরাপদ আশ্রয় মনে করেন। ব্লাজিওকে জেতানো ছিলো তাদের জন্য একটা চ্যালেঞ্জ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App