×

খেলা

আফ্রিদি ঢাকায় আসছেন বুধবার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ১১:৪০ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত মুখ শহীদ আফ্রিদি। টি-টুয়েন্টি ক্রিকেটের মহা তারকা তিনি। বিশ্ব জোড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগে খেলে বেড়ান পাকিস্তানের সাবেক অধিনায়ক। বছর খানেক আগে ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। তবে বিভিন্ন দেশ ঘুরে টি-টুয়েন্টি লিগ খেলা ছাড়েন নি। এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন আফ্রিদি। দলের সঙ্গে যোগ দিতে বুধবার ঢাকায় আসার কথা পাকিস্তানি অল-রাউন্ডারের। বিপিএলের এবারের আসর মাঠে গড়িয়েছে সিলেট থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আয়োজিত প্রথম পর্ব শেষ হবে বুধবার। এরপর দুই দিন বিরতি দিয়ে শনিবার থেকে শুরু হবে ঢাকা পর্ব। সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দিতে না পারলেও ঢাকা পর্বের শুরু থেকেই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন আফ্রিদি। একটি সূত্র বিষটি নিশ্চিত করে বলেছে এমনই। সিলেট পর্বে দুটি ম্যাচ খেলেছে ঢাকা। প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ৯ উইকেটে হারলেও খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার দলটিতে সত্যিকার অর্থেই তারার মেলা। বিদেশিদের মধ্যে ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড, সুনীল নারিন, ইভিন লুইস, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট রয়েছেন। অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ইনজুরির কারণে যোগ দিতে পারেননি। তবে আফ্রিদি দলের সঙ্গে যোগ দিলে দলটির শক্তি আরো বাড়বে। ঢাকা পর্বে প্রথম দিনই মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস। শনিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App