×

তথ্যপ্রযুক্তি

প্লে স্টোরে অ্যাপস বিক্রি করতে পারবে বাংলাদেশের ডেভেলপাররা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৭, ১১:০৫ পিএম

বাংলাদেশের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপাররা এখন প্লে স্টোরে অ্যাপস বিক্রি করতে পারবেন। গুগল জানিয়েছে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ডেভেলপাররা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে পেইড অ্যাপ বিক্রি করতে পারবে।

এতদিন বাংলাদেশের ডেভেলপারদের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ না থাকায় প্লে স্টোরে শুধুমাত্র ফ্রি অ্যাপস পাবলিশ করতে পারত। তবে এখন থেকে তারা পেইড অ্যাপস প্লে স্টোরে উন্মুক্ত করতে পারবে।

বাংলাদেশ অ্যাপ ডেভেলপার ও ব্যবহারকারী উভয়ের জন্য দারুণ সুসংবাদ। গুগল প্লে স্টোরে নিজেই অ্যাপ বিক্রি করতে পারায় দেশের ডেভেলপাররা নতুন ও বৈচিত্র্যময় অ্যাপ ডেভেলপমেন্টে উৎসাহী হবে। এছাড়া ব্যবহারকারীদের জন্য দারুণ সব দেশি অ্যাপ ব্যবহার সুযোগ সৃষ্টি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App