×

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৭, ০৯:৪১ পিএম

ইয়েমেন থেকে সম্প্রতি রিয়াদে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা নিয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সৌদি যুবরাজ মোহামেদ বিন সালমান বলছেন, ইরান ইয়েমেনি হুতি বিদ্রোহীদের এই ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যত সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। খবর বিবিসির। তবে সৌদি আরবের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ যারিফ বলেছেন, সৌদি আরব, তার ভাষায় একটি আঞ্চলিক মোড়লের ভূমিকা পালন করছে এবং এটা পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। খবরে বলা হয়, শিয়া হুতি বিদ্রোহীরা ইরানের সমর্থন পাচ্ছে। অন্যদিকে, সৌদি আরবসহ আরো কয়েকটি উপসাগরীয় দেশ ইয়েমেনি সরকারের সমর্থনে বিদ্রোহীদের ওপর দু'বছর ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি জোটের এই হামলায় এখন পর্যন্ত ৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের শতকরা ৬০ ভাগই হচ্ছে বেসামরিক লোক। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় কিং খালেদ বিমানবন্দরের ওপর হুথি বিদ্রোহীরা একটি বুরকান এইচ-টু শ্রেণীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। সৌদি সংবাদমাধ্যম বলছে, সৌদি প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই ধ্বংস করা হয়। কিন্তু এর কিছু অংশ ওই বিমানবন্দরে গিয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App