×

বিনোদন

এক হাজার স্কুলপড়ুয়াকে এক বছর খাওয়াবেন ঐশ্বরিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৭, ০৪:২৪ পিএম

গত ১ নভেম্বর ৪৪ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনয়ের পাশাপাশি নানা জনহিতৈষী কাজে অংশ নেন তিনি। এরই ধারবাহিকতায় এবার এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে মিড ডে মিল (বিদ্যালয়ে দুপুরের খাবার) খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (আইএসকেসিওএন)-এর অন্নমৃত মিড ডে মিল স্কিমের আওতায় এ কাজ করবেন তিনি। এবিপি আনন্দ জানায়, অন্নমিত্র ফাউন্ডেশনের মিড ডে মিল প্রকল্পে এক হাজার শিশুর এক বছরের খাবারের জন্য অর্থ দেবেন ঐশ্বরিয়া। অন্নমিত্র নামে ওই প্রকল্পে মুম্বাই ও মুম্বাই সংলগ্ন এলাকার ৫০০ স্কুল এবং সমগ্র মহারাষ্ট্রের ২,০০০ স্কুলের পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। ইসকনের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। ২০০৪ সালে এই প্রকল্প শুরু হয়। প্রথমে ৯০০ শিশুর জন্য খাবার তৈরি হত। এখন দেশের সাতটি রাজ্যের ১২ লাখ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App