×

আন্তর্জাতিক

এক দিনের ব্যবধানে সৌদি আরবের দুই যুবরাজ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৭, ১০:২৬ এএম

এক দিনের ব্যবধানে সৌদি আরবের দুই যুবরাজের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাবেক যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের পুত্র মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের কয়েক ঘণ্টা পরেই শোনা যায় সাবেক বাদশাহ ফাহাদের পুত্র আবদুল আজিজ নিহত হয়েছেন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আলী এইচ. সৌফান টুইটের মাধ্যমে আজিজের মৃত্যুর বিষয়টি জানান। তবে ওই টুইটে কিভাবে আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে সৌফান কিছুই লেখেননি। পরে জানা যায়, আবদুল আজিজ বিন ফাহাদ গ্রেপ্তার এড়াতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন। আব্দুল আজিজ সাবেক বাদশা ফাহাদের বড় সন্তান ছিলেন। শনিবার সন্ধ্যায় ১৭ জন যুবরাজকে গ্রেপ্তারের একদিন পরই দুইজন যুবরাজের মৃত্যুর খবর জানা গেল। দুর্নীতির অভিযোগ যুবরাজসহ সৌদি প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আজিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইন্টারনেটে বিভিন্ন মন্তব্য আসে। অনেকে দাবি করেছেন, সৌদি রাজ পরিবারের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই দ্বন্দ্বের কারণে এসব গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App