×

জাতীয়

সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন চায় কানাডা: ফখরুল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৭, ১০:৫২ পিএম

বাংলাদেশে আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচ‌নে কানাডা সব রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রা‌তে রাজধানীর গুলশা‌নে বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে কানাডার পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তি‌নি।

সন্ধ্যা সা‌ড়ে ৭টায় বৈঠক‌টি শুরু হ‌য়। প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী হয় এ বৈঠক।

বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, ‘তারা খুব স্পষ্ট করে একটি কথা বলেছেন যে, বাংলাদেশে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেখতে চায় কানাডা।’

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও কানাডার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

কানাডার পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইয়াসমেন রাতানস্কি। ঢাকায় কানাডার হাইকমিশনার বেনওয়া প্রিফনটেইনও বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App