×

আন্তর্জাতিক

আগামীতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বিজেপি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৭, ০৮:১৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে আগামীতে বিজেপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা মুকুল রায়। মুকুল রায় বিজেপিতে যোগ দেয়ার পরে আজ সোমবার দিল্লি থেকে কলকাতায় ফিরলে বিজেপি দফতরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

শুক্রবার বিকালে রাজধানী দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটিতে যোগ দেন তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী মুকুল রায়। আজ কলকাতায় ফিরবেন, তাও জানাই ছিল। কিন্তু মুকুলকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে এত বড় জমায়েত হবে, তা অনেকেই আন্দাজ করেননি। বিজেপি কর্মী-সমর্থকরা তো বটেই, মুকুল রায়ের নিজস্ব অনুগামীরাও সোমবার ভিড় জমিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কম্যান্ডকে স্বাগত জানাতে।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পাশে বসে যৌথ সংবাদ সম্মেলনে মুকুল রায় বলেন, ‘গোটা ভারতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বে বিজেপি যেভাবে কাজ করছে এবং বাংলায় দিলীপ ঘোষ ও অন্যরা যেভাবে কাজ করছেন তাতে আগামী দিনে বাংলার পরিবর্তন নিশ্চিত।’

তিনি বলেন, ‘১৩ টি রাজ্যে বিজেপি’র মুখ্যমন্ত্রী আছেন, ৬ টি রাজ্যে তাদের উপমুখ্যমন্ত্রী আছেন।হিমাচল প্রদেশ ও গুজরাটেও আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়ী হবে। এরপর বাংলা ও ওডিশাতেও আগামীতে বিজেপি ক্ষমতায় আসবে।’

মুকুল রায় বলেন, ‘সর্বভারতীয় রাজনীতিতে আমার ক্যাপ্টেন অমিত শাহ। আর বাংলার রাজনীতিতে আমার ক্যাপ্টেন দিলীপ ঘোষ। দিলীপদা’র নেতৃত্বেই রাজ্যে আমি কাজ করব।’

দিলীপ ঘোষ বলেন, ‘মুকুল রায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক নতুন নয়। বিজেপি-তৃণমূল জোটের কারিগর ছিলেন মুকুলই। তাই মুকুল রায়ের কাছে বাড়িটা নতুন হতে পারে, পার্টিটা নতুন নয়।’

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অতীতে তৃণমূল-বিজেপি সখ্যতা প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘বিজেপি-মুকুল সম্পর্ক বহু পুরনো। তৃণমূল-বিজেপি সমঝোতার সময় মুকুল ছিলেন কারিগর। তাই এই বাড়িট নতুন হতে পারে, পার্টিটা নতুন নয়।’

রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়া না হলেও আগেই রাজ্যের পর্যটনমন্ত্রী ও তৃণমূল নেতা গৌতম দেব জানিয়েছেন, মুকুল রায়ের বিজেপিতে যোগ দেয়ায় দলে কোনো প্রভাব পড়বে না। তারা বিষয়টিকে এড়িয়ে চলছেন বলেও গৌতম দেব বলেন।

মুকুল রায় ভারতীয় রাজ্যসভায় তৃণমূলের মনোনীত সংসদ সদস্য ছিলেন। গত মাসে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। গত ২৫ সেপ্টেম্বর মুকুল রায় নতুন দল করার ঘোষণা দিলে তৃণমূল তাকে ‘দলবিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে বহিষ্কার করে। মুকুল রায় (৬৩) তৃণমূলের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯৮ সালে দল গঠন করার সময় থেকেই তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন।

সূত্র: পার্স টুডে ও আনন্দবাজার পত্রিকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App