×

জাতীয়

বেনাপোলে অস্ত্র ও গুলিসহ ইজিবাইক চালক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৭, ১০:৩০ এএম

একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও দেড় লাখ টাকাসহ বেনাপোল সীমান্ত থেকে তরিকুল ইসলাম (৩৮) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার (০৫ নভেম্বর) সকাল ৮টায় ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে। আটক ইজিবাইক চালক বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। বিজিবি জানায়, গোঁপন খবরের ভিত্তিতে বেনাপোল সীমান্ত থেকে এক ইজিবাইক চালক অস্ত্র, গুলি নিয়ে শহরের দিকে যাচ্ছে। পরে বেনাপোল বাজারে ওই ইজিবাইক চালককে আটক করে তার বাইক তল্লাশি করা হয়। এসময় বাইকের সিটের তলা থেকে পিস্তল,গুলি,ম্যাগজিনও টাকা পাওয়া যায়। বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App