×

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিপিএ সম্মেলন উদ্বোধন করবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৭, ১১:৫৮ এএম

ঢাকায় চলমান কমনওয়েলথ পার্লামেন্টারি এসেসিয়েশন-সিপিএ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ রবিবার। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সিপিএর ৬৩তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও সিপিএর ভাইস প্যাট্রোন শেখ হাসিনা। পহেলা নভেম্বর থেকে শুরু হলেও কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশন-সিপিএর ৬৩তম সম্মেলনের অাজ আনুষ্ঠানিক উদ্বোধন করার পর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রে সিপিএ’র নির্বাহী কমিটির বৈঠকে আগত বিদেশি অতিথিদের চলমান রোহিঙ্গা সংকট নিয়ে ব্রিফ করবেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সিপিএভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান রাখবেন পররাষ্ট্র মন্ত্রী। এ ছাড়াও সিপিএর নির্বাহী কমিটির ৮টি সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে যে কেউ বিষয়টি উত্থাপন করতে পারেন বলে একাধিকবার জানিয়েছেন সিপিএ চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। সিপিএ চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হবে মূল পর্ব। এরপর পরিবেশন করা হবে স্বাগত নৃত্য। প্রথমে স্বাগত বক্তব্য রাখবেন ড. শিরীন শারমিন চৌধুরী। সম্মেলন উপলক্ষে সিপিএর প্যাট্রোন রানী এলিজাবেথের পাঠানো বাণী পাঠ করবেন স্পীকার। এরপর ‘স্বাধীনতার মহান স্থপতি’ শীর্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনের পর মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হবে। সিপিএ মহাসচিব আকবর খান ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন ইয়থ পার্লামেন্টের একজন প্রতিনিধি। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিপিএ সম্মেলনে বক্তব্য রাখবেন এবং সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সম্মেলন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিএর একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। তারা জানান, সিপিএ’র স্মল ব্রাঞ্চের বৈঠকে কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানস-সিডব্লিউপি’র সদস্যরা সিপিএভুক্ত দেশের সংসদগুলোতে ৩০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। একইভাবে নারীদের রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণে সিপিএভুক্ত দেশগুলোকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েও প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সংসদ সচিবালয় জানায়, সিপিএ’র নয়টি রিজিয়ন রয়েছে। রিজিয়নগুলো হলো আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, বৃটিশ আইল্যান্ড ও মেডিটেরিনিয়ান, কানাডা, ক্যারিবিয়ান আমেরিকাসও আটলান্টিক, ভারত, প্যাসেফিক ও দক্ষিণপূর্ব-এশিয়া। এবারের সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। এরমধ্যে নির্বাহী কমিটির সভা, কমনওয়েলথ ওমেন পার্লামেন্টারি রিস্টিয়ারিং কমিটির সভা, স্মল ব্রাঞ্চেস কনফারেন্স, বিভিন্ন সাব কমিটির সভা, রিজিওনাল গ্রুপ মিটিং, জেনারেল এসেম্বলি ও ৮টি কর্মশালা হওয়ার কথা।এগুলোর কিছু ইভেন্ট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App