×

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৭, ০১:০৮ পিএম

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোঁড়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি সৌদি আরবের। শনিবারের এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানানোর পাশাপাশি হামলার তীব্র নিন্দা করেছে সৌদি প্রশাসন। সৌদি প্রশাসন সূত্রে বলা হয়, দেশের দক্ষিণ প্রান্তে ইয়েমেনে ঘাঁটি গেড়ে থাকা হুতি জঙ্গি গোষ্ঠী এই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল। উত্তর ইয়েমেনের কিছু অংশ হুতি জঙ্গিদের দখলে আসার পর তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি আরব। রসদ যুগিয়ে সৌদি বাহিনীকে সামরিক সাহায্য করে যুক্তরাষ্ট্রও। সৌদি আরবের দিকে এর আগেও একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি।কিন্তু এর আগে এত দূর আসতে পারেনি কোনও ক্ষেপণাস্ত্রই। হুতি ঘাঁটি থেকে রিয়াদের দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার। সৌদি আরবের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশেই ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রটির দুই একটি ছোট টুকরো মাটিতে পড়া ছাড়া আর কোনও ক্ষতিই হয়নি। এমনকী বিমান ওঠানামাতেও কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরের সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। বিমানের ওঠানামার সময়েরও কোনও হেরফের হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App